মালিক-শ্রমিক দন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

  মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১৯:১২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫

মালিক-শ্রমিক দন্দের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া বাস মালিক সমিতি। শনিবার রাত থেকে সাময়িক বন্ধ থাকলেও রবিবার সকাল থেকে পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ ও পথচারি।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মতিয়ার রহমান জানান, মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার ঢাকাগামী শ্যামলি পরিবহনে বামন্দী থেকে বাসের ড্রাইভার সহ কয়েকজন যাত্রী ওঠে। খলিসাকুন্ডিতে শ্যামলি পরিবহনটি পৌছালে বাইরের লোকাল যাত্রী তোলা নিয়ে কুষ্টিয়া মালিক সমিতির লাইন সম্পাদক মহিবুলসহ কয়েকজন সদস্যদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে এই দন্দের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া বাস মালিক সমিতি। এ নিয়ে কুষ্টিয়া বাস মালিক সমিতির পক্ষ মিটিংএ জানান হয় মেহেরপুরের কোন শ্রমিক খালিসাকুন্ডি খাট পার হতে পারবে না। এর জের ধরে রবিবার সকাল থেকে মেহেরপুর থেকে আন্তজেলা কোন বাস ছেড়ে যায় নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সমাধান হয় নি। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়া চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ ও পথচারীরা। মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মতিয়ার রহমান আরো জানান,  বাস চলাচল স্বাভাবিক করেতে কুষ্টিয়া বাস মালিক সমিতির সাথে আলোচনায় বসার কথা রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত