মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩২ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৩

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) আসনের তিনবারের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া, হার্টের অসুখ ও ডায়াবেটিকসে আক্রান্ত হওয়ায় তাকে মাসখানেক আগে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন দিন আগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং সেখানেই আজ তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারিক তথ্যমতে, আজ ঢাকা থেকে মরদেহ পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হবে। আগামীকাল সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুবুর রহমান তালুকদার মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সাবেক এ প্রতিমন্ত্রীর মৃত্যুতে কলাপাড়ার রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে।

উল্লেখ্য, মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী-৪ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত