মারা গেছেন ‘সিআইডি’ অভিনেতা দীনেশ

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৩ |  আপডেট  : ২ মে ২০২৪, ১৫:১৮

দীনেশ ফাডনিস।ফাইল ছবি

মারা গেছেন অভিনেতা দীনেশ ফাডনিস। হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’তে ইনস্পেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। সম্প্রতি অসুস্থতা নিয়ে এই অভিনেতা ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। এনডিটিভি জানায়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ‘লিভার ফেলিউর’-এর জেরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।

ক’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হলো তাঁর।

আইএমডিবির বর্ষসেরা এই ১০টি ভারতীয় সিরিজ-সিনেমা দেখেছেন?আইএমডিবির বর্ষসেরা এই ১০টি ভারতীয় সিরিজ-সিনেমা দেখেছেন?
হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীনেশের লিভার বিকল হয়ে গিয়েছিল। এই জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিং পরিচালিত ‘সিআইডি’। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেঠি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে ছিলেন করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। একসময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন। কিন্তু অভিনেতা-ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত