মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ২০:১২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৫৫

রাজন মন্ডল হত্যা মামলায় হয়রানিমূলক আসামি করার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে সিরাজদিখানে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা সারে ১০টা থেকে সারে ১১টা পর্যন্ত সিরাজদিখান চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালীী গ্রামে গোয়ালখালী-খাড়শুল-নবাবগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, এডভোকেট হরিদাস মন্ডল, আব্দুল্লা এন্ড আলী আজগর কলেজের সহকারী অধ্যাপক গোবিন চাঁন মন্ডল,পন্টি মন্ডল,বিনয় কুমার মন্ডল,বাসুদেব চক্রবর্তী,রুবেল হোসেন,বিশখা রাজবংশী,সুধা চক্রবর্তী,রতণ মন্ডল  প্রমুখ। 

এ সময় ভুক্তভোগীরা বলেন, রাজন মন্ডল আত্মহত্রা করেছে। আত্মহত্যা কারী রাজন মন্ডল একজন মানসিক রোগী। তাকে মানসিক ডাক্তারের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজন মন্ডল শ^শুর বাড়ি সিরাজদিখানের গোয়ালী খালীতে এসে আত্মহত্যা করায় রাজন মন্ডলের পরিবার মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানী মূলক চারজনকে আসামী করে জেল হাজতে রেখেছেন। রাজন মন্ডলকে হত্যার বিষয়ে গ্রেফতার কৃত চার জনেরই হত্যা কান্ডের সাথে কোন সম্পর্ক নেই । রাজন শ^শুরবাড়িতে থাকায় তাদের পরিবারের লোকজন  আমাদের নিরিহ লোকদের হয়রানি করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই ও সিআইডি দুই বাহিনীকে দায়িত্ব দেয়ার দাবি জানান বক্তারা।  

উল্লেখ্য, গত ৬ জুলাই ২০২২ইং গোয়ালখালী এলাকার গোয়ালখালী গ্রামের অজিত মন্ডলের দোতলা বিল্ডি এর দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা রাজন মন্ডলের মৃতদেহ পুলিশ উদ্ধার করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত