মানিকগঞ্জে বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১২:২২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দু বিশ্বাস জানিয়েছেন।

নিহতদের মধ্যে একজন লেগুনাটির চালক জাহিদ, তিনি ভাটবাউর এলাকার মোতালেবের ছেলে। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, লেগুনা থামিয়ে যাত্রী নামানোর সময় এ ঘটনা ঘটে। লেগুনা থেকে একজন যাত্রী নেমে ভাড়া দিচ্ছিলেন, এ সময় পেছন থেকে একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। ধাক্কায় চালকসহ ছয় যাত্রী নিয়ে লেগুনাটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার ইকবাল হোসেন জানান, ডুবুরিরা মোট চারটি মরদেহ উদ্ধার করেছেন।

আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আরেকজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত