মানবাধিকার দিবস উপলক্ষে লৌহজংয়ে আলোচনা সভা
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:০৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বিক্রমপুর প্রেসক্লাব সভাকক্ষে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার কমিশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, সাকেব লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীনা ইসলাম, লৌহজং থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম, জেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি,কামরুজ্জামান এইচ এম আজিজুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মো. মাসুদ খান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সালমা ইসলাম, লৌহজং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনির হোসেন মস্টার প্রমূখ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার মুক্তিযােদ্ধাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত