মানবতাবিরোধী অপরাধ: শফি উদ্দিনের মৃত্যুদণ্ড, আমৃত্যু ৩

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:৪৮ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ১৪:৫৭

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ মামলায় বাকি ৪ জনের মধ্যে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল এ রায় দেন।

এর আগে গত ১৭ মে মামলাটির যুক্তিতর্ক শেষ করে রায়ের অপেক্ষমান রাখা হয়।    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমন এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটশন বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায়ের জন্য মামলাটি সিএভি রাখে ট্রাইব্যুনাল।  

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন, মো. শফি উদ্দিন (পলাতক) ।আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়া। খালাস পেয়েছেন সাব্বির আহমেদ (পলাতক)।

আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুইটি অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত