মাদারীপুর পৌরসভায় ৫ম পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

  শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৩:৪৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯

সমগ্র বাংলাদেশের ন্যায় মাদারীপুর  পৌরসভায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে  ভর্তুকি মুল্যে ৫ম পর্যায়ে  টিসিবি পন্যে সামগ্রী বিক্রয়ের কার্যক্রম  বৃহস্পতিবার সকালে  মাদারীপুর পৌরসভা চত্বরে  উদ্বোধন করা হয়েছে।

মাদারীপুরের  জেলা প্রশাসক ড. রহিমা খাতুন  নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি’র পন্য বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  মোঃ মাইন উদ্দীন,মাদারীপুর  পৌরসভার   পৌর নির্বাহী কর্মকর্তা  খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত  হোসেন মৃধা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসারসহ  মাদারীপুর   পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাদারীপুর সদর উপজেলাধীনমাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৮শ ৭১টি সুবিধাভোগী পরিবারের মাঝে ১  কেজি চিনি, ২  কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন  তেল  বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত