মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০

মাদারীপুর পৌর এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ৪ ফেব্রুয়ারি ২০২৫, পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর প্রশাসক ও উপসচিব মুহাম্মদ হাবিবুল আলম। মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন হাওলাদার, সনাক সভাপতি খান মোহাম্মদ শহীদ প্রমুখ 

সভায় নাগরিকরা ময়লা অপসারণে দীর্ঘসূত্রিতা, নির্দিষ্ট স্থানগুলোতে আবর্জনা জমে থাকা এবং ব্যবস্থাপনার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পৌর কর্তৃপক্ষ এসব সমস্যার বাস্তবতা স্বীকার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।পরে শহরের পান্তাপাড়া এলাকায় গিয়ে ময়লা অপসারণের স্থান পরিদর্শন করেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে যথাযথ আবর্জনা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত