মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ-স্কুল ব্যাগ বিতরণ

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ১৮:৩৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

‘সর্বত্র সর্বদা মানব সেবায়’ এ শ্লোগানকে ধারণ করে অরাজনৈতিক সংগঠন ‘মানব কল্যাণ’ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের টুবিয়া বাজারে সংগঠনের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  মানব কল্যাণ সংগঠনের সভাপতি ইলিয়াস আহমেদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মাদারীপুরের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও ঝাউদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মুন্সী, সংগঠনের উপদেষ্টা শরীফ আব্দুল কাদের, আদর্শ কল্যাণ ফোরামের সভাপতি এসকান্দার আলী মাতুব্বর, সমাজসেবক দুলাল খান। সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন খানের সঞ্চালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ।

এসময় ৩০টি কোরআন শরীফ ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মামনা স্মারক দেয়া হয়। এসব পেয়ে খুশি ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এর আগেও সংগঠনের পক্ষ থেকে মানবিক কার্যক্রম করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত