মাদারীপুরে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৫১ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৪

মাদারীপুরে পৃথক স্থানে এক ভ্যানচালক ও এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার [৩১ জুলাই) সকালে জেলার রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে মরদেহটি দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে আকাশ আকন [১৮)। তিনি পেশায় একজন ভ্যানচালক। অপরজন সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের এলাজদ্দিন বেপারীর ছেলে মো. ইমরান বেপারী [৫৮)। তিনি পেশায় একজন বাবুর্চি। তবে অটোভ্যান ছিনতাইয়ের জন্যই আকাশ আকনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার [ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার [৩০ জুলাই) সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেনি। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ [বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি গ্রামে বদরপাশা-উমারখালী সড়কের পাশে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
অপরদিকে [বুধবার) রাতে আনুমানিক ১০ টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান। পরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। আজ [বৃহস্পতিবার) সকালে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খান বাড়ির পাশের রাস্তায় ইমরানের মরদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত