মাদারীপুরে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫২

মাদারীপুরে পুলিশে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ গ্রহনের অভিযোগে দুইজন গ্রেফতার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে মাদারীপুর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে পুলিশ সুপার। সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, দুদিন থেকে মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ চলছে। কনস্টেবল পদে লোক নিয়োগের নামে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এবং চাকুরী প্রার্থীদের কাছ থেকে অর্থ গ্রহন করছে। 

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ইউনুস আলী বেপারী (৫৮) ও রিপন হাওলাদার নামে প্রতারণা চক্রে দুইজনকে মাদারীপুর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী বেপারী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মনদি গ্রামের মনসুর বেপারীর ছেলে এবং একই ইউনিয়মের হোগলপাতিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে এক লোকের সাথে ৩ লক্ষ টাকা চুক্তি করে এবং বিশহাজার টাকা গ্রহণ করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত