মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১৭:৪৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে খাদ্য সংশিষ্ট অংশীজনের অংশগ্রহণে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ শনিবার সকালে মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাদারীপুর জেলার আয়োজনে প্রশিক্ষণে জেলার চাইনিজ রেস্টুরেন্ট, হোটেল, মিষ্টির দোকানের মালিক ও কর্মচারীরা অংশ গ্রহণ করে। মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, জেলা স্যানেটারী ইন্সেপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুজ্জামান মোল্লা, কালকিনি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একরামুল ইসলাম, শিবচর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফজলুর রহমান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত