মাদারীপুরে দুদক এর গণশুনানি অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১১:৫০ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯
রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(২৩ আগস্ট) সকাল ৯টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন। উক্ত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম, দুদক মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মোঃ আতিকুর রহমানসহ সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন ।
উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মাদারীপুর জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হয় । একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায় উল্লেখ্য এর আগে উক্ত গণশুনানিতে জনসাধরণের সমাগমকল্পে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত