মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৭:২৭
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথমে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সেখানে ডেঙ্গু প্রতিরোধে নানান বিষয়ের কথা তুলেন ধরেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ। র্যালী শেষে শহরের পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন, পৌরসভার মেডিকেল অফিসার হরষিদ বিশ^াসসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৌরসভা কিংবা প্রশাসনের একারপক্ষে কোন অবস্থাতেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এজন্য সমাজের সকলস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হবার আহবান জানোন হয়। যাতে বাসা-বাড়ির বিভিন্ন পাত্রে জমা থাকা পানিতে এডিশ মশা তৈরী না হয়। এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগের কোন উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান বক্তারা।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত