মাদারীপুরে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৯:০০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:০৫
মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০মে) দুপুরে মাদারীপুর জেলা বিএনপির উদ্যেগে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নিজ বাড়িতে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা শ্রমিকদল মাদারীপুর জেলা শাখার উদ্দ্যেগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গনভোজ আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক। অপর দিকে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর নিজ বাড়িতে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এতে পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।শিবচর উপজেলা বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত