মাদারীপুরে এতিমখানার শিশুদের নির্যাতন ও অনিয়মের অভিযোগ

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫২

মাদারীপুর সরকারি শিশু পরিবারে (এতিমখানা) নিম্নমানের খাবার প্রদান, শিশুদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিক্ষক অনুপস্থিতি, শিশু পরিবারে কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়াগেছে।

তবে দুর্নীতি ও অনিয়মের কথা অস্বীকার করেছেন উপ- তত্ত্বাবধায়ক ও শিক্ষকরা। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদারীপুর শহরের খাগদ এলাকায় এতিম ও অনাথ শিশুদের জন্য একটি সরকারি শিশু পরিবার ভবন নির্মাণ করা হয়। মাদারীপুর জেলা সমাজসেবা অধিদফতরের অধীনে মাদারীপুর সরকারি শিশু পরিবারে ১শ’ আসন রয়েছে। বর্তমানে এ শিশু পরিবারে ভর্তি শিশু আছে ২৭ জন। যদিও কাগজপত্র দেখানো হয়েছে ৬০ জন। শিশু পরিবারের নিবাসীদের জন্য সপ্তাহে দু’দিন মাংসসহ প্রতিদিন খাবারের জন্য ১০০ টাকা বরাদ্দ থাকলেও অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়ে থাকে, যা নিবাসী শিশুদের জন্য খাবার উপযোগী নয়। এর পাশাপাশি জামা-কাপড়-জুতা-স্যান্ডেল দেয়া হয় না। শিশুরা অভিযোগ করে জানান, এতিমখানার কর্মকর্তা হাবিব, ফজলু, আখি আক্তার এবং নূর জামালসহ মিলে একটি সিন্ডিকেট করে এই অনিয়ম করছে। শিশুরা আরও অভিযোগ করেন,পচা মাছ, মাংশ ও নষ্ট খাবার খাওয়ানো হয়ে থাকে। সপ্তাহে দু’দিন মাছ-মাংস সরবরাহ করার নিয়ম থাকলে ও মাংস সবরাহের ক্ষেত্রে মাঝে মধ্যে মুরগির মাংস খাওয়ানো হয়ে থাকে। সপ্তাহে একদিন। নাম মাত্র মাছ সরবরাহ করা হয়।
শাকসবজি দেয়ার কথা থাকলেও তা কখনোই দেন না শিশু পরিবারে সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বিভিন্ন সময় এতিম শিশুদের শারিরীক নির্যাতন করে থাকেন এবং তার বাসার কাজ করতে শিশুদের বাধ্য করে। কাজ না করলে এতিম খানা থেকে শিশুদের বের করে দেয়ার হুমকি দিয়ে থাকে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিশুরা। নানা অনিয়মের সাথে জড়িত এমন অভিযোগ এনে হাবিবরি রহমান, ফজলুর রহমান, আখি আক্তার এবং নূর জামালসহ ৪ জনের পদত্যাগ ও বিচারের দাবী করেছেন শিশুরা তবে শিশু পরিবারে সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। অন্যরা তাদের বিরুদ্ধে অনিত অভিযোগ অস্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদারীপুর শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো.সাইফুজ্জামান বলেন, খাবারে মেনু অনুযায়ী শিশুদের খাবার দেয়া হয়ে থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয় উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে জানান তিনি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত