মাদারীপুরে আইনজীবী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১৯:৪১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯
মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইন পেশায় ৫০ বছরের ঊর্ধ্বে আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা আইনজীবীদের বুধবার দুপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মাদ হাবিবুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাবেক পৌর মেয়র চৌধুরী নুরুল আলম বাবু।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এমদাদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার। আইন পেশায় ৫০ বছর ঊর্ধ্বে আইনজীবী হলেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাড. মো. ফজলুল হক, এ্যাড. যোগেশ চন্দ্র ভৌমিক, এ্যাড. এ.বি.এম নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা আইনজীবীরা হলেন এ্যাড. জগদীশ চন্দ্র চক্রবর্তী, এ্যাড. শম্ভু নাথ পাড়ৈ (পান্ডে), এ্যাড. দক্ষিণা রঞ্জন বালা, এ্যাড. মো. মোছলেম আলী আকন, এ্যাড. মো. হাবিবুর রহমান, এ্যাড. মো. ছিদ্দিকুর রহমান সিং, এ্যাড. আবু বকর সিদ্দিক খান। অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত