মাদারীপুরের ইট বোঝাই ট্রলি ও নসিমনের সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত, আহত ৫
প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১৬:৩১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০০:১০
মাদারীপুরের শিবচরে ইট বোঝাই অবৈধ ট্রলি ও নসিমনের সংঘর্ষে নসিমন আরোহী নির্মাণ শ্রমিক শরীফ হোসেন(২৫) নিহত হয়েছে। এঘটনায় আরো ৫ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহত শরীফ হোসেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে নির্মান শ্রমিক নিহত শরীফ হোসেন ও তার সহকর্মীরা শিবচর থেকে নছিমনযোগে চরশ্যামাইল যাচ্ছিল। নসিমনটি শিবরায়েরকান্দি এলাকা পাড় হওয়ার পর বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি অবৈধ ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক শরীফ হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর ৫ জনকে শিবচর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, দূর্ঘটনা কবলিত নছিমন ও ইটবোঝাই ট্রলিটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত