মহাসমাবেশ সফল করতে সিরাজদিখানে যুবলীগের প্রস্তুতি সভা

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩২

সিরাজদিখানে আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবরীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম লিটু। এ সময় বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম দিপু,মনোয়ার হোসেন মনু, আহসানুল ইসলাম আমিন,মোঃ সুফিয়ানসহ কেন্দ্রীয় ও  উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত