মহাসমাবেশ সফল করতে সিরাজদিখানে যুবলীগের প্রস্তুতি সভা

প্রকাশ : 2022-11-07 19:23:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মহাসমাবেশ সফল করতে সিরাজদিখানে যুবলীগের প্রস্তুতি সভা

সিরাজদিখানে আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবরীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম লিটু। এ সময় বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম দিপু,মনোয়ার হোসেন মনু, আহসানুল ইসলাম আমিন,মোঃ সুফিয়ানসহ কেন্দ্রীয় ও  উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।