মসজিদুল হারামে অনুমতি ছাড়া প্রবেশ করলে জরিমানা
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ০৮:৫৪ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪১
করোনা ভাইরাস প্রতিরোধ ও হজ্জ্ব ব্যবস্থাপনাকে সামনে রেখে মসজিদুল হারাম এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। গতকাল রবিবার (৪ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, আজ ৫ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও তার আশেপাশের এলাকা, আরাফাহ, মিনা, মুজদালিফায় প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এসময় সেখানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে বিরত থাকার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত