মধুমেলা অনুষ্ঠান উপলক্ষ্যে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ মে ২০২২, ১৫:৫৪ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২২:৪৫
মধুমেলা অনুষ্ঠাান উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের জৈনা বাজার শাখায় ঋণ আদায় ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংক কর্তৃপক্ষ ‘মধু মেলা- ২০২২’ উপলক্ষে অনেক গ্রাহককে কৃষি ঋণ বিতরণ করেছেন।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিহ মহাসড়ক সংল্গ ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মো. আলহাজ্ব তোজাম বেপারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকে গ্রাহদেরকে নতুন ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জৈনা বাজার শাখার ব্যবস্থাপক মো.মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদ,সম্মানিত পরিচালক আব্দুস সালাম,বিষেশ অতিথি ছিলেন,মুখ্য আঞ্চলিক ব্যবস্থাক বিকেবি গাজীপুর মুখ্য অঞ্চল শাখার মোঃ গাজিউর রহমান,আমন্ত্রিত অতিথি ছিলেন,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা বিকেবি আনিকা গাজীপুর মোহাঃ আব্দূল আজিজ,তেলিহাটি উনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাতেন সরকার,২গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর,আব্দুল আউয়াল বিশ্ব বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল আউয়াল বেপারী,শ্রীপুর মডেল থানার ওসি অপারেশন আনিসুর আশেকীন,জৈনা বাজার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব আঃ সাত্তার বেপারী, শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই নয়ন ভূইয়া এবং বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহক জৈনা বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যদিয়ে অনেক গ্রাহক ঋণ বিতরনের পাশাপাশি কিছু গ্রহাক ঋণের টাকাও পরিশোধ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত