ভ্রাম্যমান অভিযান \অর্থদন্ড ও দোকানে সিলগালা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৯:২৯ |  আপডেট  : ৩১ আগস্ট ২০২৪, ১১:১০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। রেলওয়ের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও পাকশী বিভাগীয় ভুসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। বৃহস্প্রতিবার দিনভর এ অভিযান চালানো হয়।  এ সময় বিপুল সংখ্যক পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সান্তাহার নেসকো কর্তৃপক্ষ অভিযানে সহয়তা করেন।

সান্তাহার রেলওয়ে কাচারী অফিসের কানুনগো মহসিন আলী জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাড়া বকেয়া সহ নানা অনিয়মের কারনে আট জন দোকান মালিকের ৯৫ হাজার টাকা অর্থদন্ড করে তা নগদ আদায় করা হয়। একই সাথে দীর্ঘ দিন ভাড়া বকেয়া রাখার অপরাধে শহরের ষ্টার হোটেলের মালামাল জব্দ করে হোটেলটি রেলওয়ে হেফাজতে নেয়া হয়। এ ছাড়া ভাড়া বকেয়া ও লাইসেন্সের নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা দখল করায় ১৬টি দাকান সিলগালা করে আদালত। সিলগালা করা সকল দোকানের বৈদ্যূতিক সংযোগ বিচ্ছিন করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালিন সময়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি মনজের আলী, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো: নুর-এ নবী, সান্তাহার পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আদমীঘি থানার উপ-পরিদর্শক আব্দুল রাকিব, এএসআই রুস্তম ফারুক প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত