ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মে ২০২১, ১০:৫৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ২২:০১

জাপানের উত্তর-পশ্চিম উপকূলে আজ শনিবার ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো সুনামির কোনো সতর্কতা জারি হয়নি। এ ছাড়া তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

 বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ সকালে দেশটির রাজধানী টোকিও পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, মিয়াগি শহরের ইশিনোমাকি উপকূলে প্রশান্ত মহাসাগরের ৪৭ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ওই এলাকার কাছেই আরেক কেন্দ্র থেকে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল, যার ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজকের ভূমিকম্পে সুনামির আশঙ্কা দেখা যায়নি। তবে পশ্চিম উপকূলের অনেক অংশে ভারী কম্পন অনুভূত হয়, এমনকি কেঁপে ওঠে টোকিও শহরও।

এএফপিকে স্থানীয় সরকারের মুখপাত্র তোমোকি সাওয়াতা বলেন, ‘আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। তবে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।’

গত মার্চে জাপানের উত্তর-পশ্চিম উপকূলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তখন সুনামির সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত