ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১৫:৪৩ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯

ভারত ও পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আঘাত হানা এ ভূমিকম্পে কেঁপে ওঠে দুটি দেশের বিভিন্ন অঞ্চল। এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে একটি ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসির তথ্য অনুসারে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

সংস্থাটি জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল এ ভূমিকম্পের উৎস। দিল্লি রাজধানী এলাকার পাশাপাশি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশসহ উত্তর ভারতের বহু রাজ্যেই জোরালো থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার পৃথক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশও কেঁপে ওঠে।

দুপুর ২টা দিকে আঘাত হানা এ ভূমিকম্পটি অন্তত ১০ সেকেন্ড স্থায়ী হয়। তবে এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লিতে গত মাসের শেষের দিকেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এদিকে মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, মঙ্গলবার দুপুরে মাঝারি ভূমিকম্পের সাক্ষী হয়েছে লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারসহ আশপাশের এলাকা।

৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের ফলে রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, সোয়াত, আজাদ কাশ্মির, নীলাম উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকাগুলো কেঁপে ওঠে। এদিকে, মঙ্গলবার ভোরে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টা ৫৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত