ভুল মানচিত্র সামনে আনায় ভারতে টুইটারের প্রধানকে আটক করল পুলিশ
প্রকাশ: ২৯ জুন ২০২১, ১০:৩৫ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:২২
সোমবারে টুইটারের ওয়েবসাইটে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে ভারতের থেকে আলাদা দেখানো হয়েছিল। গভীর রাতে টুইটার সেই ভুল সংশোধনও করে। তবে এই ইস্যুতে (Twitter India Map Controversy) টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত অব্যাহত। ভুল মানচিত্র সামনে আনায় টুইটারের ভারতের MD মণীশ মহেশ্বরীকে আটক করল পুলিশ। উত্তরপ্রদেশের বুলান্দশহরে বজরং দলের এক নেতার অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
সোমবার টুইটারে ওয়েবসাইটে ভারতের যে ম্যাপ দেখা যাচ্ছিল, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত নেই। এক্ষেত্রে অভিযোগ ওঠে, টুইটার নিজস্ব ওয়েবসাইটে জম্মু -কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক দেশ হিসাবে দেখিয়েছে।
টুইটারের ক্যারিয়ার পেজে Tweep Life বিভাগে একটি World Map রয়েছে। এই মানচিত্রে ভারতের মানচিত্রও ছিল, তবে ভারতের মানচিত্রটি দেখে উঠেছে প্রশ্ন। কারণ, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত ছিল না। এর আগেও একবার লাদাখকে ভারতের অংশ হিসাবে দেখায় নি টুইটার। তবে পরে অবশ্য ওই সংস্থা সেই ভুল শুধরে নিয়েছিল। কিন্তু ফের একই কাণ্ড ঘটায় প্রশ্নের মুখে টুইটার।
সোশ্যাল মিডিয়ায় টুইটারের এই কাণ্ডের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। যদিও এ নিয়ে টুইটারের তরফে এখনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এমনিতেই ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে ভারত সরকার এবং টুইটারের তরজা অব্যাহত। সরকারের দাবি, ভারতে ব্যবসা করতে গেলে, ভারতীয়দের তথ্য নিয়ে কাজ করতে গেলে দেশের আইন মেনে চলতে হবে টুইটারকে। রাখতে হবে একজন নোডাল অফিসার। দেশেই রাখতে হবে সোশ্যাল মিডিয়ার ডেটাবেস। আর এতেই বেঁকে বসে টুইটার।
টুইটার-এর বক্তব্য তারা কোনওভাবেই কোনও দেশের নিয়ম মানতে রাজি নয়। একই সমস্যা চলছে ইউরোপিয়ান ইউনিয়নেও। টুইটারের অভিযোগ ভারত সরকারের আইনে স্পষ্ট বলা নেই কোনটা ঠিক, কোনটা বেঠিক। টুইটার ভারত সরকারের আইন না মানায় টুইটারের উপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে সরকার। এখন থেকে টুইটারের মাধ্যমে কোনও জায়গায় সমস্যার উদ্রেক হলে টুইট করা ব্যক্তির সঙ্গে দায়ী থাকবে টুইটারও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত