ভাষা আন্দোলনই ছিল স্বাধীনতা অর্জনের মূল ভিত্তি : সাগুফতা 

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১৩:২৫

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ভাষা শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকেল ৪ টায় মুন্সীগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরব ফকিরের সভাপতিত্বে ও ইকবালুর করিম মিঠু মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  হাফিজ আল আসাদ বারেক, টংগিবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদল, টংগিবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাহিদ খান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আহসান কবির হালদার ও মহিলা ভাইসচেয়াম্যান এ্যাডঃ নাসিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ২১ শে ফেব্রুয়ারিতে  বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্তে পিচ ঢালা রাজপথে সিক্ত করে মায়ের ভাষায় কথা বলার অধিকার কে আদায় করেছে পশ্চিমা শাসক গোষ্ঠীয় কবল থেকে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এদেশের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যবহ দিন। এই ‘৫২ সালের ভাষা আন্দোলনই ছিল ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের মূল ভিত্তি। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী শান্ত, মোফাজ্জল হোসেন, চঞ্চল বেপারী, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হালদার খুকু, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হালদার, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, টংগিবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আয়েশা আক্তার, কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম পাঠান বিপু, সাঃ সম্পাদক মতিউর রহমান, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক বেপারী, সাধারণ সম্পাদক মামুন বেপারি,  যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফ হালদার, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান , উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক দিপু মাঝি,
সহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত