সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে ভারতীয় বিদায়ী হাইকমিশনার 

‘ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, কোনও ব্যক্তির পাশে নয়’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ১২:৩৪

বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কখনোই কোনও ব্যক্তির পাশে নই, কারও পাশে নই।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’ 


তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত।’

এতদিন দায়িত্ব পালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে দোরাইস্বামী বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’

এ সময় ভারতীয় হাইকমিশনের সঙ্গে ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত