ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সাইকেল শোভাযাত্রা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
দুই দেশের সৌহার্দের সম্পর্ক আরও জোরদার করতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকে সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইকেল আরোহী একটি দল সাইকেল শোভাযাত্রা নিয়ে মেহেরপুরে আসেন।
যশোর সেনাবাহিনীর লে. কর্নেল ফারহান মনির ও ভারতের কর্নেল মহিদ সিং এর নেতৃত্বে তারা সাইকেল চালিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন। এই সাইকেল র্যালীতে দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন। সোমবার বাংলাদেশের শুন্যরেখা যশোরের বেনাপোল সীমান্ত চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল আরোহী এই দলটি। তারা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন করতে প্রথমেই যশোর থেকে গোপালগঞ্জ যান। এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদের সাথে সাইকেল শোভাযাত্রায় যুক্ত হন।
গোপালগঞ্জ থেকে সাইকেলযোগে বিভিন্ন জেলা ভ্রমন শেষে বুধবার সকালে কুষ্টিয়া হয়ে মেহেরপুর পৌঁছায় এই দলটি। এই সময় দুই দেশের সেনা সদস্যরা বিভিন্ন জেলার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন। সফর শেষ করে ১৯ নভেম্বর তারা চুয়াডাঙ্গা দর্শনা হয়ে ভারতে গমন করবেন বলে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত