ভারতে ৩ বছরের শিশুসহ ৩২ জনের শরীরে ওমিক্রন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:২০

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতে এরই মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ৩২ জনের শরীরে এটি শনাক্ত করা হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে একজন তিন বছরের শিশুও রয়েছে।খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যে শুক্রবার তিন বছরের এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত ২৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শূন্য দশমিক ০৪ জনের কম মানুষ ওমিক্রনে সংক্রমিত।

তবে সন্ধ্যার দিকে আরও সাতজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। লাভ আগরওয়াল বলেন, ভারতে চলতি মাসে ৯৩ জন বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ৮৩ জন ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছে।

এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে আরও ৭৮ হাজার ৫৪ জন করোনা রোগী আছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত