ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৩:২৮

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি ভবনে ইমরান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা দেশটির রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন।

ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পারস্পরিক সুনাম, শ্রদ্ধাবোধ, সমঝোতা এবং আস্থার ওপর ভিত্তি করে দু’দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যা দু’দেশের বিদ্যমান সম্পর্ককে আরো সুসংহত করবে। বিদায়ী দূত তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য ভারত সরকার ও দেশটির জনগণদের ধন্যবাদ জানান।

হাইকমিশনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। ভারতের রাষ্ট্রপতি তার মেয়াদে দায়িত্ব পালনের প্রশংসা এবং আগামী দিনগুলোতে তার সাফল্য কামনা করেন।

ইমরান আগামীকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য দেশটির উদ্দেশে ভারত ত্যাগ করবেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত