ভারতেই অনূর্ধ্ব-১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ফাইনাল ৩০ অক্টোবর
প্রকাশ: ২১ মে ২০২১, ১০:২৩ | আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:১০
অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করল ফিফা । ভারতেই হবে অনূর্ধ্ব-১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ। ১১ অক্টোবর থেকে ভারতে শুরু বিশ্বকাপ। ফাইনাল হবে ৩০ অক্টোবর। বৃহস্পতিবার ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দিন ঘোষণা করা হল।
গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। কোভিড পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। পিছিয়ে তা করা হয় ২০২১-এ। কিন্তু কোভিড পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ স্থগিত রাখতে বাধ্য হয় ফিফা। বলা হয়, ২০২২ সালে তা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এ দিনই চূড়ান্ত দিন ঘোষণা করল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সামনের বছর ১১ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ। এর আগে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। ২০১৭ সালে ভারতের মাটিতে প্রথমবার কোনও ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছিল ভারত। পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হবে কোস্টারিকায়। সামনের বছর ১০ অগাস্ট থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। ২০২৩ মেয়েদের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। ২০ জুলাই থেকে হবে সিনিয়রদের বিশ্বকাপ। ফাইনাল ২০ অগাস্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত