ভাঙ্গায় ভাগিনার হয়রানীমূলক মামলায় মামার বসত ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি :

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৭:২০ |  আপডেট  : ১১ নভেম্বর ২০২৪, ২০:০৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামে ভাগিনার দেওয়া মিথ্যা মামলায় মামার বৈধ পৈতৃক স¤পত্তিতে বাড়ি-ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভাগিনার অভিযোগের পর পুলিশের নিষেধাজ্ঞায় গতকাল তদন্তের জন্য ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট পক্ষ ও গন্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য গ্রহন করেন।

ওই গ্রামের লাল মিয়া অভিযোগ করে জানান, ১১৭ নং গোয়ালদী মৌজার ৫৫৫নং বিএস খতিয়ানের ৭২৭,৭২৮,৭২৯  ও ৭৩০ নং দাগের পৈত্রিক স¤পত্তিতে দীর্ঘ্যদিন যাবৎ ভোগ দখল করে আসছেন তিনি। সম্প্রতি ওই জমিতে বিল্ডিং নির্মাণ করার এক পর্যায়ে ভাগিনা মৃত আবুল হাসেমের ছেলে সুরুজ্জামান মিথ্যা ,ভিত্তিহীন ,ভুল তথ্য দিয়ে আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করায়। এতে বাড়ি-ঘর নির্মাণে বাধা দেয়ায় চরম বিপাকে পড়েছেন লাল মিয়া। তিনি জানান,দখলিকৃত জায়গা স¤পূর্ণ পৈতিৃক। প্রতিপক্ষ সুরুজ্জামানের নিজ স¤পত্তি তার দখলেই রয়েছে। অথচ সে মিথ্যা তথ্য দিয়ে জমি দাবি করে আমাদের বাড়ি-ঘর নির্মাণে বাধা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, অভিযোগকারী সুরুজ্জামানের ভাইদের নিয়ে একাধিকবার এলাকায় সালিস-বৈঠক হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা হয়েছে। তার ২ ভাইসহ বিষয়টি সবাই মেনে নিয়েছে। তার দাবিকৃত জায়গা তার দখলেই রয়েছে।অথচ সুরুজ্জামান অবৈধ অর্থ হাসিলের জন্য আমাদের বাড়ি-ঘর নির্মাণে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে এলাকার সাবেক ইউপি সদস্য শাহ চান বলেন, আমরা সকলের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করে দিয়েছি।এখন সুরুজ্জামান বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য পাঁয়তারা করছে। এলাকার মোস্তফা মাতুব্বর বলেন, মীমাংসা করা সত্যেও সে নতুন করে ফন্দি-ফিকির করছে। এ বিষয়ে সুরুজ্জামানের ভাই বলেন, এখানে আমার ভাই সুরুজ্জামানের দাবি অযৌক্তিক। আমাদের জায়গা দখলেই আছে। অযথাই তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাছাড়া অভিযুক্তদের সাথে আমাদের মামা-ভাইগ্নার স¤পর্ক। জমি দখলের প্রশ্নই উঠেনা। এ ব্যাপারে সুরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন,ওই খতিয়ানভুক্ত জায়গার মধ্যে আমার অংশ রয়েছে। এলাকার সালিস-বৈঠকে আমি বিচার পাইনি। এ নিয়ে আমি আদালতের নিষেধাজ্ঞা চাইলে ঘর-বাড়ি সাময়িক ভাবে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য যে, সম্প্রতি তার সুরুজ্জামান ওই জমির বিরুদ্বে আদালতে একটি আবেদন করেন। আদালত শান্তি-শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেন। এর প্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ ব্যাপারে মঙ্গলবার সরেজমিনে গিয়ে নির্মাণ কাজের ব্যাপারে স্থানীয়. সালিসে উপস্থিত থাকা কয়েকজন গণ্য মান্য ব্যক্তির কাছে জানতে চাইলে তারা বলেন,লাল মিয়ার জায়গায়ই তিনি ঘর তুলেছেন।তাদের বৈধ কাগজ পত্র রয়েছে। প্রতিপক্ষ সুরুজ্জামান কারও কথাই শুনছেনা।বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি,যেহেতু এটি আদালতের ¯পর্শকাতর বিষয় । সরেজমিনে গিয়ে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে বিষয়টি নি®পত্তির চেষ্টা করা হবে।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত