ভাঙ্গায় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি:

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

দেশের সুনামধন্য ও বহুল প্রচারিত, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক আমাদের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

ভাঙ্গায় ফুড ঘর চাইনিচে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ভাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল হক মোল্লা।দৈনিক আমাদের কন্ঠের ভাঙ্গা প্রতিনিধি শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসহাক মোল্লা ,ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মুন্সি, পৌর সভার কাউন্সিলর জাকির মুন্সি,মহিলা কাউন্সিলর পারুলি বেগম, দৈনিক ইনকিলাবের ফরিদপুর জেলা প্রতিনিধি আনোয়ার জাহিদ,ফরিদপুর সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক আশিষ পোদ্দার বিমান, ভাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল মুন্সি,ভাঙ্গা বাজারের ব্যবসায়ি ইকবাল মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে কেক কাটার পর হক গ্রপ পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত