ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১৫:২৬ | আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩১

২০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া। দুই দিন আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যবস্থা নেওয়ায় হুমকি দিয়েছিলেন ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান। জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালালো তেহরান।
বিবৃতিতে ইরান জানিয়েছে, তাদের এই অস্ত্র ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ‘প্রতিরক্ষামূলক’ ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করার ঘোষণা দিয়ে আসছে ইরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদরেজা আশতিয়ানি বলেন, ‘ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা পরিষ্কার। তা হলো- আমরা দেশ এবং দেশের অর্জনকে রক্ষা করব। আর আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো- আঞ্চলিক স্থিতিশীলতায় আমরা তাদের সাহায্য করতে চাই’।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে বলা হয়, খোরামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এ ছাড়া এটি ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র: আরব নিউজ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত