বোয়ালখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা

  মোহাম্মদ ইউনুস 

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৬:২২ |  আপডেট  : ১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩

ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং বিচারের দাবিতে ২৭ই অক্টোবর, রবিবার বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পৌরসভার ২নং ওয়ার্ড আওতাধীন পাঠান পাড়া প্রাইমারি স্কুলের মোড় থেকে ফেরিঘাট (পূর্ব কালুরঘাট) এসে মিছিল টা শেষ হয়।

এরপর মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে পূর্ব কালুরঘাটে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে শক্তিশালী করার জন্য জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল সদস্যকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা যুবদলের আহবায়ক লোকমান হাকিম, বিএনপির সিনিয়র নেতা কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এরফান, বোয়ালখালী পৌরসভা ছাত্রদল নেতা ইরফানুল হোক জিকু, পৌরসভা যুবদল নেতা ইয়াসিন আরাফাত মনির, পৌরসভা যুবদল নেতা মোঃ আব্দুল মাবুদ, নোমান, সুমন, তৈয়ব, সজিব, ইশতিয়াক, পৌরসভা ছাত্রদলনেতা মোহাম্মদ ইউনুস, শ্রমিক দল নেতা নাজিম উদ্দিন, চরণদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা মিলন, নইম উদ্দিন, শহর আলী, শহিদুল, ছাত্রদল নেতা সানি, সজীব, সাকিব, সানাউল হক সামির, মোঃ মাহিম, জালাল, সাজ্জাদ বাবু প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত