বৈশাখ এলে মনে পড়ে

  নিতাই চন্দ্র দাস

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৩:৪৬ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৪:৫৭

বৈশাখ এলে মনে পড়ে
বর্ষ বরণ গান,
ঢোলের তালে হৃদয় নাচে
মন করে আনচান।

বৈশাখ এলে মনে পড়ে
কাল বৈশাখী ঝড়,
হৃদয় মাঝে বাসা বাঁধে
যত রাজ্যের ডর।

বৈশাখ এলে মনে পড়ে
তেপান্তরের ঘুড়ি,
নীল আকাশের মেঘের ছায়ায়
হাওয়ায় যেন উড়ি।

বৈশাখ এলে মনে পড়ে
মুড়ি মুড়কি খাওয়া,
সবাই মিলে দল বেঁধে
বৈশাখী মেলায় যাওয়া।

বৈশাখ এলে মনে পড়ে
শুভেচ্ছা বিনিময়,
সারা বছর মনের মাঝে
সুপ্ত যাহা রয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত