বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ১৯:১৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭
শ্রীনগরে বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউএনও সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, কৃষি অফিসার শান্তনা রানী, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধ ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রদীপ কুমার সাহা প্রমুখ। উপজেলার ৫ জন নারীকে জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়। জয়িতারা হলেন তাহমিনা হোসেন ঢালী, খোরশেদা আক্তার, তানিয়া মাসুদা, মারজিয়া আক্তার লাবণ্য ও আখি আক্তার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত