বৃষ্টি-জোয়ারে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৪
নদীর পানি বেড়ে যাওয়া এবং টানা তিন দিনের বৃষ্টিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কয়েকশ একর রোপা আমনের জমি তলিয়ে গেছে। ফলে নষ্ট হচ্ছে জমিতে রোপণ করা ধানের চারা। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর, সাদেকপুর, মেন্দিপুর গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে দুশ্চিন্তায় আছেন কৃষকরা। উপজেলা কৃষিবিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়।
এদিকে বাগেরহাটের মোংলায় এক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। টানা বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে মোংলায় ডুবেছে ১ হাজার ৯২০টি চিংড়ির ঘের। তবে চাঁদপাই, চিলা ও মিঠাখালী ইউনিয়নের ঘেরগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ঘের ও আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
প্রতি বছরই এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন মোংলার মৎস্য ও ধান চাষিরা। তাই পশুর নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উঁচু রাস্তার তৈরির দাবি জানিয়েছেন তারা।
এভাবেই সারাদেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয় ক্ষতির স্বীকার কৃষক, খামারি ও সর্বস্তরের খেটে খাওয়া মানুষেরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত