বুস্টার ডোজের কার্যক্রম শুরু, প্রথম টিকা নিলেন সেই নার্স রুনু
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:৩২ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:১২
বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শুরু হলো করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ। এই ধাপও শুরু হলো দেশে প্রথম কোভিড-১৯ টিকা নেয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
চলতি বছর ২৭ জানুয়ারি তাকে দিয়েই শুরু হয় দেশের টিকার কার্যক্রম। বছরের শেষপ্রান্তে এসে আবার সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলো সরকার।
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টিকার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রুনু ভেরোনিকার পর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুস্টার ডোজ নেওয়া সবাই করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী।
করোনার মিশ্র টিকায় বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ডোজ যে টিকা দেওয়া হয়েছে, তৃতীয় বা বুস্টার ডোজ অন্য টিকায় দেওয়া হবে। প্রতিটি টিকার বিপরীতে কোন টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে, সেটি ঠিক করছে স্বাস্থ্য অধিদফতর। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, যারা অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবেন।
সরকার থেকে বলা হয়েছে, পর্যায়ক্রমে বুস্টার ডোজের আওতা বাড়ানো হবে। শুরুতেই এই ডোজ দেয়া হবে যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের। অর্থাৎ বয়স্কদের।
বুস্টার ডোজ শুরুর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাভাবিক টিকা কার্যক্রমের পাশাপাশি বুস্টার কার্যক্রম চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত