বীরাঙ্গনা বোন
 সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক
  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক
                                    
                                    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৩:০৯
 
                                        
                                    কামরুল হাসান ফেরদৌস   
-------------------------------
ভাইটি গেলো মুক্তিযুদ্ধে 
বোনটি ছিল বাড়িতে 
রাজাকারের কবল থেকে
বাঁচতে ঝুলে দড়িতে। 
বিজয় নিয়ে ভাইটি এলো
বোন এলো না বরণে
বোনটি কখন হইছে বলি
দেশ জননীর চরণে।
কইছে কথা আকাশ বাতাস
কইছে কথা জমিনে
কইছে কথা রবি শশী
বোনকে তোরা ভুলিসনে।
সেই থেকে ভাই প্রদীপ জ্বেলে
বোনকে খুঁজে বিজয়ে
বীরাঙ্গনা বোন বিরাজে
ভায়ের হৃদয় নিলয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            