বিয়ের ৫ মাসের মাথায় স্বামীর উপর অভিমানে নববধূ’র আত্মহত্যা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
বগুড়া গাবতলীর পল্লীতে উম্মে ছালমা ফাল্গুনী (২২) নামের এক নববধুর স্বামীর গরে যাওয়া হলো না। বিয়ের ৫ মাসের মাথায় স্বামীর উপর অভিমান করে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার সুখানপুকুরের লাঠিগঞ্জ মাঝিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।জানা গেছে, উপজেলার সুখানপুকুরের লাঠিগঞ্জ মাঝিপাড়া গ্রামের দৌলতুজ্জামানের কণ্যা বগুড়া সরকারী মজিবুর রহমান মহিলা কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত উম্মে ছালমা ফাল্গুনীর সাথে গত ৫মাস আগে গাবতলী পৌরসভাধীন ১নং ওয়ার্ডে তারাজুল ইসলামের পুত্র সোহানুর ইসলাম সোহাগের সঙ্গে পারিবারিক প্রস্তাবে বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা না করায় বিয়ের পর থেকেই ফাল্গুনী তার বাবার বাড়ীতেই ছিলেন। এর এক পর্যায়ে ৯ই সেপ্টেম্বর দিবাগত রাতে ফাল্গুনী তার পিতার বাড়ীতে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে উম্মে ছালমা ফাল্গুনী আত্মহত্যা করেছে। উম্মে ছালমা ফাল্গুনী নাকি তিন মাসের অন্ত:স্বত্ত্বা ছিলেন। কিন্তু তার স্বামী ওই সন্তানের বাবা নন এমন কথা বলায় এই আত্মহত্যার ঘটনা। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত