বিয়ের জন্য প্রস্তুত কীর্তি সুরেশ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১৪:৫৮ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:০২
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল ও তেলেগু সিনেমায় দেখা যায় সুদর্শনা-সুহাসিনী এই তারকার উপস্থিতি। অনবদ্য অভিনয়ে জিতেছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে যদিও খুব একটা চর্চায় থাকেন না তিনি। তবে অনেকদিন ধরেই থেমে থেমে তার বিয়ের গুঞ্জন ভেসে আসছে সিনে পাড়ার বাতাসে। আবারও গুঞ্জনটি মাথাচাড়া দিয়ে উঠেছে।
শোনা যাচ্ছে, পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কীর্তি সুরেশ। ইন্ডিয়া গ্লিটজের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে তার বাবা-মা পাত্র খোঁজা শুরু করে দিয়েছেন, এমনকি কীর্তি নিজেও নাকি তাতে সম্মতি দিয়েছেন। যদি খবরটি সত্যি হয়, তাহলে শিগগিরই মন ভাঙতে যাচ্ছে অগণিত তরুণের!
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কীর্তি তার বাবা-মায়ের সঙ্গে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই নাকি বিয়ের শুভ প্রস্তুতি শুরু করেছেন। এ-ও শোনা যাচ্ছে, বিয়ের পর অভিনয় থেকে বিদায় নেবেন কীর্তি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও স্পষ্ট মন্তব্য কিংবা ইঙ্গিত এখনও আসেনি।
অতীতে একাধিকবার কীর্তির বিয়ের গুঞ্জন ছড়িয়েছিলো। প্রত্যেকবারই তিনি সেটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। একবার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তার প্রেমের খবর ছড়ায়। তারা বিয়ে করবেন বলেও কানাঘুষা চলে। তবে সেই খবরও আর সত্যি হয়ে ওঠেনি।
এদিকে কীর্তি সুরেশের হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে মূল আকর্ষণ ‘দাসারা’; এতে তিনি অভিনয় করেছেন নানির সঙ্গে। আগামী বছরের ৩০ মার্চ ছবিটি তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। এছাড়া নির্মাতা মারি সেলভারাজের আলোচিত সিনেমা ‘মামান্নান’র শুটিংও শেষ করেছেন অভিনেত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত