বিশ্বাস করি, বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর হবো : সাকিব

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০০:৪২

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মনে রাখার মতো এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। 

সম্প্রচার মাধ্যমকে ৬ রানে জয়ের পর ম্যাচ সেরা হওয়া সাকিব বলেছেন, 'আমরা হাতে খুব ভালো একটা দল পেয়েছি। দলের অনেকে ইনজুরিতে আছে, কেউ কেউ যাওয়া আসার মধ্যে আছে। যেটা আসরে আমাদের সহায়তা করেনি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে দল হিসেবে আমরা ভয়ঙ্কর হবো।' 

ভারতের বিপক্ষে জয়ে তরুণ পেসার তানজিম সাকিবকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। এছাড়া স্পিনার শেখ মাহেদী স্লগে পাঁচ ওভার বোলিং করার চ্যালেঞ্জ জেতায় এবং ব্রেক থ্রু দেওয়ায় তাকেও বাহবা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। 

সাকিব বলেছেন, 'কিছুটা সিম কাজে দিচ্ছিল। কিন্তু পুরনো বলে খেলা সহজ ছিল। শেখ মাহেদী যখন বোলিংয়ে এসেছে ওটা সহজ সময় ছিল না। সে আমাদের দরকারি ব্রেক থ্রু দিয়েছে। শেষ দিকে সে পাঁচ ওভার বোলিং করেছে, স্পিনার হিসেবে যা সহজ ছিল না। তানজিম শুরুতে খুব ভালো বোলিং করেছে।' 

দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলা সাকিব জানিয়েছেন, হাতে সময় পাওয়ায় খেলতে সুবিধা হয়েছে, 'যারা আগে সুযোগ পায়নি তাদের সুযোগ দিতে চেয়েছিলাম। জানতাম ম্যাচে স্পিন কার্যকর হবে। আগেভাগে ক্রিজে আসায় সময় নিয়ে ব্যাট করতে পেরেছি।' 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত