বিশ্বকাপের ঘটনায় মেসির অনুশোচনা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:০১ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬

কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসি অমরত্বের স্বাদ পেয়েছেন। আবার একই বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ককে এমন রূপে দেখা গেছে, যেমনটা আগে কখনও দেখা যায়নি। স্বভাবসুলভ ভাবে শান্ত প্রকৃতির মেসির আচরণে উগ্রতা প্রকাশ পেতে দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে মেসি ও তার সতীর্থদের আচরণ নিয়ে সমালোচনার ঝড়ও উঠে। 

মেসির ওই ঘটনাটা ঘটেছে ম্যাচের ৭৩ মিনিটের সময়। পেনাল্টি থেকে গোল করেই ডাচ কোচ লুই ফন গালের দিকে দৌড়ে গিয়েছিলেন। তার পর কানের পেছনে দুই হাত দিয়ে ইঙ্গিতবহ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ম্যাচের পর মেসি দাবি করেছিলেন, ফন গাল তাকে অসম্মান করেছেন বলে এমনটা করেছেন তিনি।

তবে সেই উত্তপ্ত ঘটনার এতদিন পর অনুশোচনা প্রকাশ করেছেন মেসি। প্যারিসে অ্যান্ডি কুজনেতসফকে পেরোস দে লা কাল্লেতে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানতাম ফন গাল কী বলেছিলেন। তবে যা হয়েছে সেটা মূলত ঘটনার তাৎক্ষণিকতায় হয়েছে। আমার নিজেরও বিষয়টা ভালো লাগেনি। পরে মনে হয়েছে এটা ঠিক হয়নি। আসলে এসব ঘটনা স্নায়ুচাপের ফসল, সব কিছু দ্রুত ঘটেছে।’

বিজ্ঞাপন

দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সকে হারিয়ে মেসি বিশ্বকাপের সোনালি ট্রফিটা জিততে পেরেছেন। তাতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচেছে আলবেসিলেস্তেদের। মেসি মনে করেন, ট্রফি জয়ের জন্য ক্যারিয়ারের এই অন্তিম মুহূর্তটা বেছে নিতেন তিনি, ‘যদি ট্রফি জয়ের জন্য কেউ মুহূর্ত বেছে নিতে বলে আমি বলবো এটাই সেই মুহূর্ত। ক্যারিয়ারের শেষ দিকে এসে বৃত্তপূরণ হলো।’

তার পর যোগ করে বলেছেন, ‘কখনও কল্পনা করিনি এভাবেই সব কিছু ঘটবে। আমার কোনও অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

তার পরেও একটা আক্ষেপ থেকে গেছে মেসির। তার কথা, ‘খুব ভালো লাগতো যদি ডিয়েগো ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নিতে পারতাম। কিংবা এসব কিছু তিনি দেখতে পেতেন। জাতীয় দলকে ভালোবাসেন বলেই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্য তার কত না আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি তিনি উপর থেকে এবং যারা আমাকে ভালোবাসেন, তারাই মূলত শক্তিটা দিয়েছেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত