বিমানের সৌদিগামী ফ্লাইট চালু ২৯ মে
প্রকাশ: ২৪ মে ২০২১, ১১:২২ | আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫
আগামী ২৯ মে থেকে সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ বিমান সেলস সেন্টার বা কাউন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।
জানা গেছে, গত ২০ মে থেকে সৌদি আরব বিভিন্ন শর্তারোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী সব ফ্লাইট পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নেয়।
ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সৌদিগামীরা। হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত