বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৩৪ |  আপডেট  : ৯ মে ২০২৪, ২২:৫৫

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

নাজ্জাসি পারভেজ বলেন, ‘আমাদের কাছে আগেই তথ্য ছিলে এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করছিলাম। কিন্তু কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি।

‘যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত