বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০২:২৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল আশরাফ জিন্নাহ কাহালু-নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গত রবি ও সোমবার কাহালু-নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। 

সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ নন্দীগ্রাম কলেজপাড়া রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, নন্দীগ্রাম কলেজপাড়া রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অদ্বৈত কুমার আকাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিমান কুমারসহ অনেকেই। 

বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত