বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের কে কত পাচ্ছেন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:১৫ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৩:২৯
২০২২ বিপিএল শুরু হবে ২১ জানুয়ারি। তবে দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে। খেলোয়াড় ড্রাফট থেকে ছয়টি দলই পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে। খেলোয়াড় নিলামের মতো রোমাঞ্চ না থাকলেও খেলোয়াড়দের ড্রাফট ঘিরেও আগ্রহ থাকে অনেকের। জাতীয় দলের কোন খেলোয়াড় কোন দলে গেলেন, কত টাকা পাচ্ছেন, এ নিয়ে চলে আলোচনা।
জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কাউকে নির্দিষ্টভাবে বেছে নেওয়া কঠিন। ঘুরেফিরে গত কয়েক বছরে অনেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেছেন। এঁদের মধ্যে অনেকেই এখন দলের বাইরে আছেন, অনেকেরই জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই ২০২১ সালে যাঁরা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাঁদেরই বিবেচনা করা হয়েছে। এ কারণে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসদের এই হিসাবে আনা হয়নি।
এ বছর তিন সংস্করণ মিলে ৪৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন সংস্করণে মোট ৩৪ জন ক্রিকেটার খেলেছেন। এঁদের মধ্যে হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন চোটে পড়ায় ড্রাফটেই ছিলেন না। বাকিদের মধ্যে মোট ২৮ জন দল পেয়েছেন।
ব্যাটসম্যান
এ ক্যাটাগরি
৭০ লাখ টাকা
মাহমুদউল্লাহ (ঢাকা)
তামিম ইকবাল (ঢাকা)
মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স)
বি ক্যাটাগরি
৩৫ লাখ টাকা
লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
সৌম্য সরকার (খুলনা টাইগার্স)
মুমিনুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
মোহাম্মদ মিঠুন (সিলেট সানরাইজার্স)
আফিফ হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
মোহাম্মদ নাঈম (ঢাকা)
নুরুল হাসান (ফরচুন বরিশাল)
নাজমুল হোসেন (ফরচুন বরিশাল)
মোসাদ্দেক হোসেন (সিলেট সানরাইজার্স)
ব্যাটসম্যান
সি ক্যাটাগরি
২৫ লাখ টাকা
শামীম হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
মাহমুদুল হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
ইয়াসির আলী (খুলনা টাইগার্স)
অলরাউন্ডার
এ ক্যাটাগরি
৭০ লাখ টাকা
সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)
বি ক্যাটাগরি
৩৫ লাখ টাকা
মেহেদী হাসান (খুলনা টাইগার্স)
মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
পেসার
এ ক্যাটাগরি
৭০ লাখ টাকা
মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
তাসকিন আহমেদ (সিলেট সানরাইজার্স)
বি ক্যাটাগরি
৩৫ লাখ টাকা
রুবেল হোসেন (ঢাকা)
শরীফুল ইসলাম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
সি ক্যাটাগরি
২৫ লাখ টাকা
শহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
ডি ক্যাটাগরি
১৮ লাখ টাকা
খালেদ আহমেদ (খুলনা টাইগার্স)
ইবাদত হোসেন (ঢাকা)
স্পিনার
বি ক্যাটাগরি
৩৫ লাখ টাকা
নাসুম আহমেদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
সি ক্যাটাগরি
২৫ লাখ টাকা
নাঈম হাসান (ফরচুন বরিশাল)
তাইজুল ইসলাম (ফরচুন বরিশাল)
চোটের কারণে অলরাউন্ডার সাইফউদ্দিন ও পেসার হাসান মাহমুদ ড্রাফটে ছিলেন না। ওদিকে টেস্ট দলে খেলা সাদমান ইসলাম, আবু জায়েদ ও সাইফ হাসানকে দলে নেয়নি কেউ। এঁদের মধ্যে সাদমান ইসলামের দাম ছিল ১৮ লাখ টাকা, বাকি দুজনের দাম ২৫ লাখ টাকা। টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ লেগ স্পিনার আমিনুল ইসলামের মূল্য ছিল ২৫ লাখ টাকা। তাঁকেও আজ কেউ দলে নেয়নি। তবে এখনো এঁদের ডাকার সুযোগ আছে দলগুলোর।
এঁদের বাইরে ২০১৯ সালের পর থেকে জাতীয় দলে না খেলা ইমরুল কায়েসকে ৩৫ লাখ টাকায় নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত